ডিভিডেন্ড ঘোষণা করেছে গ্রামীণফোন

বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ও ১২৫ শতাংশ অন্তবতীকালীনসহ মোট ২৮০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড।

কোম্পানিটির মোট আয়ের ১০৮ শতাংশ ডিভিডেন্ড হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ বাকী টাকা রিজার্ভ থেকে দেওয়া হবে।

রোববার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৬.০৪ টাকা। যা আগের বছরে ছিল ২০.৩১ টাকা।

এছাড়া আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩১.৩৮ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৪৪.৭৪ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল সকাল সাড়ে ১০ টায়, বসুন্ধারা কনভেনশন সেন্টার, বসুন্ধরা, ঢাকাতে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।