ড. জাফর ইকবালকে সিএমএইচ-এ ভর্তি

দুর্বৃত্তের হামলায় আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রাতে ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্ণেল রাশিদুল হাসান  জানান, রাত ১২টার দিকে ড. মুহম্মদ জাফর ইকবালকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে।

এরআগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক জানান, জাফর ইকবালকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুরিকাহত বিশিষ্ট লেখক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এসইউএসটি)’র অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকায় আনার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাতে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ড. জাফর ইকবালকে একটি এয়ারএ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

শেখ হাসিনা এর আগে ড. জাফর ইকবালের ওপর হামলায় তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ড. জাফর ইকবালকে হামলার পর সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন।

ড. জাফর ইকবাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অজ্ঞাত যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ আজহার বলেন, অধ্যাপক ড. জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে তার ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অনুষ্ঠানে যোগদান শেষে ক্যাম্পাসের আইসিটি ভবনে ফেরার সময়ে ওই হামলার শিকার হন।

আরএম/