ঢাবি অধিভুক্ত ৭ কলেজের সমস্যা,শিক্ষামন্ত্রীর বিবৃতি দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের সৃষ্ট জটিলতার দ্রুত অবসানের জন্য শিক্ষামন্ত্রীর বিবৃতি দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ।

জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে কাজী ফিরোজ রশিদ প্রসঙ্গটি তুলে ধরে  এ বিষয়ে শিক্ষামন্ত্রীর বিবৃতি দাবি করেন ।

কাজী ফিরোজ রশিদ বলেন, এই যে সাতটি কলেজ, সরকারি কলেজ—প্রত্যেকটি কলেজ ‘এ’ ক্লাস কলেজ। সবার রেজাল্ট ভালো। কী প্রয়োজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা? তারা তো স্বাধীনভাবে চলছিল। এত ভালো কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজ, আমাদের ঢাকা কলেজ—প্রত্যেকটা কলেজ ভালো।

তিনি আরও বলেন, এদেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ছাত্রসমাজ। কিন্তু দুর্ভাগ্য এই স্বাধীন দেশে অধিভুক্তি নিয়ে আন্দোলন করতে গিয়ে সিদ্দিকুর রহমান তার দুটি চোখ হারিয়েছেন। চোখ হারানো এই ছাত্রের দায়িত্ব কে নেবে?

এরপর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছাত্রসমাজের সমস্যা সমাধানের বিষয়ে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানান।

তাঁদের বক্তব্যে উঠে আসে অধিভুক্ত ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করায় ছাত্রদের নানা অসুবিধার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে  টানাপোড়েনের কথা।

আজকের বাজার:এসএস/২৩জানুয়ারি ২০১৮