তামিমের অবসর অপ্রত্যাশিত, বেদনাদায়ক : জালাল ইউনুস

হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরকে অপ্রত্যাশিত এবং বেদনাদায়ক বলে অভিহিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ইউনুস বলেন, ‘আমরা তার সিদ্ধান্ত শুনেছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের সিদ্ধান্ত অপ্রত্যাশিত। এটি একটি বেদনাদায়ক খবর এবং অপরিপক্ক সিদ্বান্ত। আরও দুই বছর খেলতে পারতো সে।’ ইউনুস জানিয়েছেন, তামিমের অবসর নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিক বিবৃতি দিবে বিসিবি। ১৬ বছরের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে আজ অবসরের ঘোষণা দেন তামিম।

দেশের অন্যতম তারকা ও দেশের সর্বকালের সেরা ওপেনার হিসাবে বিবেচিত তামিম। ওয়ানডে দলের নেতৃত্বে ছিলেন তিনি। বিশ্বকাপের মাত্র তিন মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম। (বাসস)