তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার, ৮ ডিসেম্বর আপিল শুনানি শেষে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়।

নিম্ন আদালতে দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের আরো শুনানি করবে নির্বাচন কমিশন। তবে আজ শনিবার বিকেল পাঁচটার পর এই শুনানি হবে।

খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তিন আসনের রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে তার পক্ষ থেকে নির্বাচন কমিশনে আপিল করা হয়। দুপুরে কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির একপর্যায়ে নির্বাচন কমিশন বলেন, এর ওপর আবার শুনানি হবে। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।

আজকের বাজার/এমএইচ