দক্ষিণ কোরিয়ায় মাছ ধরার নৌকা ড়–বিতে নিখোঁজ ৬

সাত ইন্দোনেশিয়ানসহ নয়জন ক্রু বহনকারী দক্ষিণ কোরিয়ার একটি মাছ ধরার নৌকা শনিবার দেশটির দক্ষিণ উপকূলে ডুবে গেলে, ৬ জন নিখোঁজ হয়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ’র উদ্ধিৃতি এএফপি দিয়ে জানায়, শনিবার সকালে উপকূলীয় নগরী টংইয়ংয়ের একটি দ্বীপের ৬৮ কিলোমিটার দক্ষিণে ২৯ টন ওজনের জাহাজটি উল্টে যায়।
কোরিয়া কোস্ট গার্ডের টংইং কার্যালয় এএফপিকে জানায়, এখন পর্যন্ত অচেতন অবস্থায় তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। এক কর্মকর্তা লি  হো-জুন বলেন, “আমরা এখনও ছয়জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজছি।” দক্ষিণ  কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল নৌবাহিনী ও মাছ ধরার নৌকার সকল কর্মী ও সরঞ্জামের ব্যবহারকে সমন্বিত করে নিঁখোজদের জীবন বাঁচাতে  যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। চলমান অনুসন্ধান প্রচেষ্টার জন্য ইতোমধ্যেই টহল নৌকা, নৌবাহিনীর জাহাজ ও বিমান মোতায়েন করা হয়েছে।