দরপতনের শীর্ষে আমরা নেট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮ অক্টোবর রোববার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। রোববার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ১৯ শতাংশ।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি রোববার সর্বশেষ ১৩৭ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ৭ হাজার ৩৯ বারে কোম্পানির ২২ লাখ ৪৬ হাজার ৮৭৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৭০ লাখ টাকা।

দরপতনে দ্বিতীয় স্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৪৩ শতাংশ কমেছে। রোববার শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৯১ বারে ২ লাখ ৮২ হাজার ৩৭৬টি শেয়ার লেনদেন করেছে।

দরপতনে তৃতীয় স্থানে থাকা পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৮০ শতাংশ কমেছে। রোববার শেয়ারটির সর্বশেষ ২৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৭৩ বারে ৭ লাখ ৩৯ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ টাকা।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস, বিজিআইসি, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, বিডি অটোকার্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে ৮ অক্টোবর ২০১৭