দর বাড়ার শীর্ষে এম.এল ডাইং

বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতাংশের দিক দিয়ে দর বেড়ে শীর্ষে উঠে এসেছে এম.এল ডাইং লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৩২ টাকা ৬০ পয়সায়। আজ প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়িয়েছে ৪ কোটি ১২ লাখ টাকা আর মোট লেনদেন হয় ১৩ লাখ ২ হাজার ৯৭ টি ইউনিট।

এছাড়াও গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৩২ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৩৪ টাকায়। মোট লেনদেন হয় ৫ কোটি ৫৫ লাখ ১৮ হাজার টাকার শেয়ার। মোট শেয়ার লেনদেন হয় ১৬ লাখ ৯৪ হাজার ২৮৫ টি।

তৃতীয় স্থানে উঠে আসা খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল) লিমিটেডের দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৯৩ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৬৪ টাকায়। মোট লেনদেন হয় ২৫ লাখ ৫৮ হাজার ৭৮১ টি শেয়ার, যার বাজার মূল্য ১৬ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকা।

এছাড়া, টপ টেন গেইনারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিমিটেড, প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, দি পেনিনসুলা চিটাগং লিমিটেড।

 

 

আজকের বাজার/মিথিলা