দর বৃদ্ধির শীর্ষে শাহজিবাজার পাওয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, শেয়ারটি সর্বশেষ ৮৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৬টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ৯ দশমিক ৯৪ শতাংশ, লিগ্যাছি ফুটওয়্যারের ৯ দশমিক ৯২ শতাংশ, বিবিএস কেবলসের ৯ দশমিক ৭৭ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৯ দশমিক ৭৬ শতাংশ, ফরচুন সুজের ৯ দশমিক ৪৪ শতাংশ, আমান ফিডের ৯ দশমিক ৪০ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯ দশমিক ৩৪ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৬ শতাংশ।

রাসেল/