দুই ঘন্টায় লেনদেন দেড়শ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের ঊর্ধমূখী প্রবনতায় চলছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। লেনদেনওে দুই ঘন্টায় ডিএসইতে মোট লেনদেন ছাড়িয়েছে ছাড়িয়েছে ১৫৭ কোটি ১৪ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৮৯৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১২৬ টির দর কমেছে ১৪৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৮ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুই ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮৬৩ পয়েন্টে। লেনদেন হওয়া ১৫৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৮১ টির দর বাড়ে ৫০ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৪ টির দর।

 

আজকের বাজার/মিথিলা