দুই রেলের সংঘর্ষ, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার দর্শনায় দুইটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শনিবার সকালের এই দুর্ঘটনার কারণে খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এই দুর্ঘটনার কারণে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কোটচাঁদপুর ও যশোর স্টেশনে কপোতাক্ষ, রুপসাসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

দর্শনা স্টেশন সূত্রে জানা গেছে,, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন পার্বতীপুর অভিমুখে যাচ্ছিল। ট্রেনটির ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানসহ ৩ জন। দুর্ঘটনার পরপরই খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দর্শনা স্টেশন মাস্টার হাফিজুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটির দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে যাওয়ার কথা থাকলেও ভুল করে তারা হল্ট স্টেশনে ঢুকে পড়াই এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানান, খবর পেয়ে রিলিফ ট্রেনসহ রেলওয়ের বিভাগীয় ও পশ্চিমাঞ্চলীয় কর্মকর্তারা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

আজকের বাজার:এলকে/এলকে ২৫ নভেম্বর ২০১৭