দুদকের নতুন কমিশনার হলেন মোজাম্মেল হক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (০১ জুলাই) মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোজাম্মেল হককে দুদক কমিশনার নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইনের বিধানমতে বিদ্যমান সরকারি আর্থিক বিধিবিধান প্রতিপালন (পিআরএল বাতিল ইত্যাদি) সাপেক্ষে মোজাম্মেল হককে দুদক কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের কমিশনার হিসেবে তিনি কমিশনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারকের সমান পদমর্যাদা ভোগ করবেন বলে আদেশে বলা হয়েছে।

পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় ২৬ জুন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ অবসরে যান। মোজাম্মেল হক খানকে নিয়োগ দিয়ে শূন্য পদটি পূরণ করা হলো।

উল্লেখ্য, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিবের দায়িত্বে থাকার সময় ২০১৪ সালের ২০ মার্চ পদোন্নতি পেয়ে মোজাম্মেল হক খান জ্যেষ্ঠ সচিব হন। এক সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালকের (ফাইন্যান্স) দায়িত্বও পালন করেন মোজাম্মেল হক।

আজকের বাজার/এমএইচ