দেশে ফিরে গেলেন প্রণব মুখার্জি

পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বলে ভারতীয় হাইকমিশনের জনসংযোগ কর্মকর্তা রঞ্জন মন্ডল পরিবর্তন ডটকমকে নিশ্চিত করেন।

তিনি জানান, রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

গত ১৪ জানুয়ারি বিকেলে বাংলাদেশে আসেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। পরদিন ১৫ জানুয়ারি তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলা একাডেমিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে।

তার আগে সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন প্রণব।

পরদিন ১৬ জানুয়ারি চট্টগ্রামে যান তিনি। রাউজানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি পরিদর্শনের পর প্রণব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে মাস্টারদা সূর্য সেন হল পরিদর্শনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মারক বক্তৃতায় অংশ নেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকে ডি-লিড উপাধিতে ভূষিত করে।

আজকের বাজার: সালি / ১৮ জানুয়ারি ২০১৮