দেড় ঘণ্টায় লেনদেন ৪৪৬ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস ৩রা আগষ্ট বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ওঠানামায় লেনদেন চলছে। বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এসময়ে ডিএসইতে ৪৪৬ কোটি ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার দেড় ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১২৬ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। লেনদেনের দেড় ঘণ্টায় সিএসইতে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৫৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

আজকের বাজার: এলকে/এলকে ৩রা আগষ্ট ২০১৭