দ.কোরিয়া ও জাপানকে আশ্বস্ত করার চেষ্টায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দক্ষিণ কোরিয়া ও জাপানকে উত্তর কোরিয়া ইস্যুতে পুনরায় আশ্বস্ত করতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বৃহস্পতিবার (২৮ জুন) সিউল ও টোকিও সফরে যাচ্ছেন। খবর এএফপি’র।

এএফপি’র খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়া স্থগিত করায় এ অঞ্চলে তার দেয়া প্রতিশ্রুতি বিষয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ সফরে যাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একজন ‘প্রতিভাবান ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন। তিনি পরমাণু কর্মসূচি পরিত্যাগে উত্তর কোরিয়াকে রাজি করানোর চেষ্টা করছেন।

এদিকে দুদিনের চীন সফর শেষ করে ম্যাটিস বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন।

সিউলে কোরীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য বৃহস্পতিবার রাতে টোকিও যাবেন।

আজকের বাজার/একেএ