নওগাঁ-২ আসনে আজ ভোটগ্রহণ চলছে

জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনে আজ ভোটগ্রহণ চলছে।
সকাল ৮টা থেকে ১২৪টি কেন্দ্রের ৭০৬টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রে-কেন্দ্রে মহিলা এবং পুরুষ ভোটার আসতে শুরু করেছেন। সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করছেন।বেলা বাড়ার সাথে-সাথে কেন্দ্রসমূহে ভোটারের উপস্থিতি বাড়ছে। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
এই সংসদীয় আসনে ১৯টি ইউনিয়ন পরিষদ এবং দুইটি পৌরসভার সমন্বয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৩২ জন। এরমধ্যে মহিলা ভোটার সংখ্যা ১লাখ ৭৮ হাজার ৫৫৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন। এই আসনে হিজড়া ভোটার রয়েছেন ১ জন।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. গোলাম মাওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছে।
জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা এবং পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানিয়েছেন শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার কোন সংবাদ পাওয়া যায়নি।