নড়াইলের নবগঙ্গা নদীতে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু

জেলার কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা ঘাট এলাকায় নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর অন্তত ১০জন জীবিত উদ্ধার হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন নিখোঁজ আছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম আজ জানান- শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নৌকাডুবির এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিখোঁজ আছেন।
নৌকা ডুবে মৃত্যুবরণকারী দু’জন হলেন- কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের পারবাহিরডাঙ্গা গ্রামের ইনামুল মন্ডলের মেয়ে ও বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (২৫) ও তার ছেলে নাসিম (৪)।
পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা ও তার শিশুপুত্র নাসিম পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নবগঙ্গা নদীর ওপারে পারবাহিরডাঙ্গা গ্রামে নাজমার মৃত দাদীকে দেখতে রওনা হন।পথিমধ্যে নবগঙ্গা নদী ছোট নৌকায় করে পারাপার হওয়ার সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাটি ডুবে যায়। এ সময় ১০জন নৌকার যাত্রী সাঁতার কেটে নদীর তীরে উঠতে সক্ষম হন।