নতুন ক্ষেপণাস্ত্র কিনবে তুরস্ক

তুরস্কের আরও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু। তিনি বলেন, আরও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তুরস্কের প্রয়োজন রয়েছে। এ খবর জানিয়েছে তুর্কিভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক।

বুধবার কাভাসোগলু দেশটির রাজধানীতে সোমালিয়ান পররাষ্ট্রমন্ত্রআহমেদ ইসা আওয়াদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, একা এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যথেষ্ট নয়, তুরস্কের প্রয়োজন নতুন এবং অতিরিক্তি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

তিনি সম্প্রতি প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, তুরস্ক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এটির বিষয়ে প্রতিশ্রুতি দেয়।

আঙ্কার এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনায় সমালোচনার জবাবে কাভাসোগলু বলেন, এটি বসিয়ে রাখার উদ্দেশ্যে কেনা হয়নি এবং তুরস্কের এ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

তিনি বলেন, প্রেসিডেন্ট এরদোগান এস-৪০০ নিয়ে ওয়াশিংটন সফর করেছিলেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিন্নমত পোষণ হওয়ায় এই একটি ইস্যুতেই আঙ্কারা-ওয়াশিংটন সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়েছে।

আজকের বাজার / ফজলুর রহমান