নতুন তেলক্ষেত্রের সন্ধান পেল ইরান

ইরানের জাতীয় তেল কোম্পানি (এনওআইসি) দেশটিতে আরো একটি নতুন তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিতে যাচ্ছে। চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই এই ঘোষণা দেয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নতুন এই তেলক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে এনওআইসি। খবর-পার্স টুডে’র

মঙ্গলবার এনওআইসি’র অন্যতম পরিচালক সালেহ হেন্দি বলেছেন, গবেষণা এবং প্রতিবেদনের ওপর ভিত্তি করে খুজেস্তান প্রদেশে আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে যা নামাভারন তেলক্ষেত্রের সমতুল্য হতে পারে।

এর পূর্বে গত মাসেও দেশটির তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ আরো একটি তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিল। দেশটির বিশেষজ্ঞদের চেষ্টায় নামাভারন তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। সেখানে পাঁচ হাজার ৩০০ কোটি ব্যারেল তেল মজুদ রয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র এটি।

ইরানের সর্ববৃহৎ তেলক্ষেত্র দেশটির দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ প্রদেশে অবস্থিত। সেখানে প্রায় ছয় হাজার ৫০০ কোটি ব্যারেল তেল মজুদ রয়েছে।

আজকের বাজার/এমএইচ