নবম ওয়েজ বোর্ড: গুরুত্ব পাবে সাংবাদিকদের স্বার্থ

নবম ওয়েজ বোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্ব নেয়া তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘নবম ওয়েজ বোর্ড গঠনে মালিকদের স্বার্থ দেখা হবে না।’ বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তারানা হালিম।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ওয়েজ বোর্ড গঠনের ফাইলটি বর্তমানে প্রধানমন্ত্রীর দফতরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবসহ ফাইলটি প্রধানমন্ত্রীর দফতরে আমরা পাঠিয়েছি।’

তিনি বলেন ‘প্রধানমন্ত্রী এ ফাইলে সই করলেই কমিটি অনুমোদন পাবে। তখন ওয়েজ বোর্ড ঘোষণায় আর সময় লাগবে না। আমরা আশা করছি খুব শিগগিরই নবম ওয়েজ বোর্ডের বিষয়টি নিষ্পত্তি হবে,’ ।

টেলিভিশন সাংবাদিকদের বেতন বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তারানা হালিম বলেন, ‘আমরা মাঠে নিয়োজিত সাংবাদিকদের সাথে বসতে চাই। তাদের কথা বিস্তারিত শুনে তা নিয়ে মালিকদের সাথে বসে সাংবাদিকদের বেতন বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে চাই।’

এফডিসি প্রসঙ্গ
এফডিসির বিষয়ে তারানা হালিম বলেন, ‘চলতি বছরের বাকী সময়ের মধ্যে এফডিসিকে লাভজনক অবস্থায় আনতে না পারলেও ঘাটতির পরিমাণ অর্ধেকে আনা হবে।’

বিদেশে কর্মরত শ্রমিক প্রসঙ্গ
বিদেশে কর্মরত শ্রমিকদের ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় সরকারের উদ্যোগের কথা জানিয়ে তারানা হালিম বলেন, ‘বিদেশি মিশনগুলোতে বাংলাদেশি যেসব শ্রমিক কাজ করছেন তাদের অনুকূল ভাবমূর্তি তৈরিতে বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করে বিদেশিদের কাছে পৌঁছে দেওয়ার কাজ হাতে নেবে তথ্য মন্ত্রণালয়।’

আজকের বাজার: সালি / ১৭ জানুয়ারি ২০১৮