নাটোরে কৃমিনাশক ট্যাবলেট সেবন কার্যক্রম শুরু

জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের চার লাখ ১০ হাজার শিশুকে
সপ্তাহব্যাপী কৃমিনাশক ট্যাবলেট সেবনের কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটায় দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান।
কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে পাঁচ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী এবং বিদ্যালয় বহির্ভূত পথশিশু, কর্মজীবী শিশু ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের বিনামূল্যে একডোজ কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে। আগামী ২৯ মে পর্যন্ত কর্মসূচি চলবে। (বাসস)