নানিয়ারচরে উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে।

বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

গত ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে চেয়ারম্যানের পদটি শুন্য হয়।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

তারা হলেন, প্রনতি রঞ্জন চাকমা, প্রগতি চাকমা ও কল্পনা চাকমা। এর মধ্যে প্রনতি রঞ্জন চাকমা স্বতন্ত্র প্রার্থী, ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রগতি চাকমা এবং এমএন লারমা জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ অতিরিক্ত আনসার মোতায়েন করেছে।

আজকের বাজার/একেএ