নাভানা ফার্মার বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আংশিক রূপান্তরযোগ্য বন্ড ইস্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এর আগে রোববার (১১ জুন) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৮৭তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়

এই বন্ড ছেড়ে বাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।আলোচিত বন্ডের মেয়াদ হবে ৫ বছর। এটি হবে আংশিক রূপান্তরোযগ্য (Partially Convertible) অর্থাৎ এই বন্ডের অংশবিশেষ শেয়ারে রূপান্তর করা যাবে। এটি একইসঙ্গে Fully Redeemable, অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে।

আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। প্রতি ৬ মাস পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ প্রদান করা হবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে। নাভানা ফার্মাসিউটিক্যালস বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ আংশিক ব্যাংক ঋণ রিশোধে ব্যয় করবে।