নিকারাগুয়ায় প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত ছাত্র আন্দোলন চলবে

নিকারাগুয়ায় প্রেসিডেন্ট ডানিয়েল ওর্তেগা ও তার স্ত্রী দেশটির ভাইস-প্রেসিডেন্ট রোজারিও রুরিলো পদত্যাগ না করা পর্যন্ত ছাত্ররা আন্দোলন থামাবে না। খবর এএফপি’র।

সপ্তাহব্যাপী সহিংসতা চলার পর সোমবার (১৬ জুলাই) রাজধানী মানাগুয়াতে ছাত্ররা ‘ওর্তেগা চলে যাও’, ‘অপরাধী ওর্তেগা বিদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না’ বলে শ্লোগান দিতে থাকে।

গত রোববার দেশটির দক্ষিণে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়।

দেশটিতে চলমান সহিংসতার কারণে গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব এন্টিনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, অবিলম্বে সকল প্রকার সহিংসতা বন্ধ করতে হবে। বিক্ষোভরতদের সাথে সংলাপে বসে দ্রুত সমস্যা সমাধান করতে হবে।

কোস্টারিকার প্রেসিডেন্ট কার্লস আলবারাডো একই আহবান জানিয়েছেন।

আজকের বাজার/একেএ