নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ছাই

In this Thursday, April 4, 2019 photo, a house burns in Goseong, South Korea. A few people died and thousands were evacuated after strong winds fanned a large fire Friday burning in a mountainous South Korean province that hosted the 2018 Pyeongchang Winter Olympics, officials said. (Yang Ji-ung/Yonhap via AP)

পূর্বধলা উপজেলা সদরের স্টেশন রোড বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বাজারের একটি ওষুধের দোকান থেকে শুক্রবার রাত সোয়া ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেত্রকোনা ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী মোজাম্মেল হক ও মোহাম্মদ সালেহ বলেন, তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আশিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাজারের আশপাশে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে বলে জানান তিনি।

আজকের বাজার/এমএইচ