নেত্রকোনায় হত্যা মামলায় একজনের ফাঁসি

নেত্রকোনার সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জয়নগর গ্রামের কৃষক মোহাম্মদ আলীকে (৭০) নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের দূর্গাপুর ফাইস্কা গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল আজিজ (৪০)।

আদালত সূত্রে জানা যায়, নেত্রকোনার সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জয়নগর গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে পার্শ্ববর্তী দূর্গাপুর ফাইস্কা গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল আজিজের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ২০১১ সালে ১২ই আগস্ট বিকাল সোয়া ৫টার দিকে মোহাম্মদ আলী আছরের নামাজ পড়ে মসজিদের পাশে আব্দুল খালেকের চায়ের দোকানে অন্যদের নিয়ে চা খাচ্ছিলেন।

এ সময় আব্দুল আজিজ গংরা মোটরসাইকেলে এসে ধারালো দা দিয়ে কুপিয়ে মোহাম্মদ আলীকে হত্যা করে।

এ ব্যাপারে নিহতের ছেলে মতি মিয়া বাদী হয়ে ঐদিন রাতেই আব্দুল আজিজ, আব্দুল গনি, আব্দুল রশিদকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২ ডিসেম্বর তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।

বিজ্ঞ বিচারক ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহনান্তে আসামি আব্দুল আজিজের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মামলার অপর ২ আসামি আব্দুল গনি ও আব্দুর রশিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত।

আজকের বাজার/একেএ