পতনে চলছে লেনদেন

 সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৪ ফেরুয়ারি নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। লেনদেনের প্রথম এক ঘণ্টা পর্যন্ত এ পতন অব্যাহত রয়েছে। এসময় পর্যন্ত উভয় বাজারের সবধরনের সূচক কমেছে। পাশাপাশি হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটি দর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম এক ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯৪০ পয়েন্টে।  এসময় পর্যন্ত ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছ ২৬টির দর। এক ঘণ্টায় ডিএসইতে ৮৯ কোটি লেনদেন হয়েছে।

অপর পুজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪৩৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১৬, সিএসই-৩০ সূচক ১৪৪, সিএসসিএক্স ১১৮ ও সিএসআই ১২ পয়েন্ট কমেছে। এ সময় সিএসইতে হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছ ৬টির। এক ঘণ্টায় সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৯ লাখ টাকার।

আজকের বাজার:এসএস/৪ফেব্রুয়ারি ২০১৮