আজান সম্প্রচার না করলে টেলিভিশনের লাইসেন্স বাতিল

আজান সম্প্রচার না করলে টেলিভিশনের লাইসেন্স বাতিল করে দেওয়ার আদেশ দিয়েছে পাকিস্তানের উচ্চ আদালতা। আদালতের রায়ের পর দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) আজান সম্প্রচারের ব্যাপারে পাকিস্তানে ৪৫টি টেলিভিশন চ্যানেলকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলোকে হুশিয়ারি করে পেমরা বলেছে, যদি এসব টেলিভিশন চ্যানেল অতিসত্বর সময় মতো আজান সম্প্রচার শুরু না করে। তবে তাদের লাইসেন্স বাতিল করে দেয়া হবে।

গত ৯ মে দিনে পাঁচবার আজান সম্প্রচারের নির্দেশনা দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। বিচারপতি শওকত আজিজ সিদ্দিকীর একক বেঞ্চ টেলিভিশনগুলোর সকালের অনুষ্ঠানে নীতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি পিটিশনের শুনানি শেষে এ নির্দেশ দেন।

আরজেড/