প্রথম ঘণ্টায় লেনদেন ১৪৬ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৪৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ২৩ পয়েন্ট কমে এক হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৯৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে৩৪ টির।