প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৩০%

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। এর দুপুর ১২টা পর্যন্ত ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে ধারণা করছে নির্বাচন কমিশন।

তবে দিনের শেষভাগে ভোটারের উপস্থিতি আরও বাড়বে বলে মনে করে নির্বাচন কমিশন।

১৯৩টি কেন্দ্রে প্রায় ৪ লাখ ভোটারের মধ্যে একটি কেন্দ্রে ২ হাজারের বেশি ভোটার ইভিএমে ভোট দিচ্ছেন।

ঢাকার আগারগাওয়ের নির্বাচন ভবন থেকে নির্বাচন কমিশনও সরাসরি ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রংপুরে তিনটি কেন্দ্রে বসানো সিসিটিভির ভিডিওতে ইসি কর্মকর্তারা ঢাকা থেকেই চোখ রাখছেন সরাসরি।

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানান, ইভিএমেও ভোটারের সাড়া মিলছে। অধিকাংশ কেন্দ্রেই নারী ভোটারের ভালো উপস্থিতি ছিল। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত গড়ে ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে ধারণা করছি। দিন শেষে এ হার আরও বাড়তে পারে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, প্রথম চার ঘণ্টায় আমরা যা দেখেছি, ভোটার উপস্থিতি বেশ ভালো। দুপুর বেলা খাবারের সময়টায় উপস্থিতি স্বাভাবিকভাবেই কম হয়। বেলা ২টার পর উপস্থিতি আবার বাড়ে।

তিনি জানান, কোথাও কোনো গোলযোগের খবর তারা পাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলাবাহিনীও সজাগ রয়েছে।

রংপুরে সর্বশেষ ২০১২ সালের সিটি নির্বাচনে ১৭৩টি কেন্দ্রে ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮২ হাজার ১৬৪ জন ভোট দেন। ভোট পড়ার হার ছিল ৭৮ দশমিক ৮৭ শতাংশ।

আজকের বাজার: এলকে/ ২১ ডিসেম্বর ২০১৭