প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ-ভারত স্কোয়াডে যারা থাকছেন

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বিকালে কার্ডিফে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে এ কার্ডিফেই পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ১ এইচডি।

ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে যাওয়ার আগে বাংলাদেশ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতেছে। সিরিজে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ত্রিদেশীয় সিরিজের আরেক দল ছিল ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু বিশ্বকাপের মতো বড় ইভেন্টে নিজেদের সেরা কম্বিনেশন ঠিক করতে দুটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

এদিকে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে না পারলেও ভারত ইতিমধ্যেই একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছে। তবে তাদের ফলাফল সুখকর নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই প্রস্তুতি ম্যাচটি বাজেভাবে হেরেছে ভারত।

আগে ব্যাট করে ভারত ৩৯.২ ওভারে মাত্র ১৭৯ রানে অলআউট হয়। জবাবে ৪ উইকেট হারিয়ে ৩৭.১ ওভারে জয় তুলে নেয় গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে টাইগাররা লন্ডনে যাবে। যেখানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২ ও ৫ জুন মূল ইভেন্টে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ রাহী, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

ভারত স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শেখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুগবেন্দ্র চাহাল।

আজকের বাজার/এমএইচ