প্রাথমিকে ইংরেজিতে পাসের হার কিছুটা কম

চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর প্রাথমিকে পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। ইবতেদায়িতে ৯২ দশমিক ৯৪ শতাংশ।

প্রকাশিত এই ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবছর ইংরেজি বিষয়ে তুলনামূলক কম পাস করেছে। বিষয়টিতে পাস করেছে ৯৭ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী। এরপরে গণিত বিষয়ে পাস করেছে ৯৮ দশমিক ২১ শতাংশ। বাংলায় পাস করেছে ৯৮ দশমিক ৯০ শতাংশ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাস করেছে ৯৯ দশমিক ২৩ শতাংশ। প্রথমিক বিজ্ঞানে পাস করেছে ৯৯ দশমিক ৪৮ শতাংশ এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাস করেছে ৯৯ দশমিক ৭৪ শতাংশ।

উল্লেখ, এবছর ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

আজকের বাজার : এলকে/ ৩০ ডিসেম্বর ২০১৭