ফাইনালে ৪ পেসার নিয়ে খেলবে বাংলাদেশ

ত্রিদেশীয় টি২০ সিরিজের ফাইনালে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। ঘরের মাঠে আয়োজন করা সিরিজের ট্রফিটা ঘরে রাখতে নানা ছক কষছে বাংলাদেশ ক্রিকেট দল।

সম্পূর্ণ পেস আক্রমণ দিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেন যে, অভিষেক ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা তরুণ স্পিনার আমিনুল ইসলাম ফাইনালের একাদশে থাকছেন না। ইনজুরিতে থাকা আমিনুলের পরিবর্তে বাংলাদেশ চারজন পেসার দিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা করছে।

চারজন পেসার খেলানো হলে একজন ব্যাটসম্যান বাদ পরবেন। তিনি হতে পারেন সাব্বির রহমান। এছাড়া একাদশে ফিরতে পারেন সিরিজে এক ম্যাচেও সুযোগ না পাওয়া পেসার রুবেল হোসেন।

ডমিঙ্গো বলেন, ‘এ বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) উইকেট দেখে সিদ্ধান্ত নেয়া হবে।’

এই ম্যাচের আগে বাংলাদেশ মাত্র একটি বহুমাত্রিক সিরিজের শিরোপা জিতেছে। চলতি বছরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ার‌ল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজের ট্রফি ঘরে তোলে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত, মোহাম্মাদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

আজকের বাজার/লুৎফর রহমান