ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ফের শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে লোকজন তাদের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও শপিং মল থেকে দ্রুত বেরিয়ে পড়ে। প্রাথমিক খবরে বলা হয়, এ ভূমিকম্পে বেশকিছু ভবনের ক্ষতি হয়েছে। খবর এএফপি’র।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৫। মঙ্গলবার একই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ছয়জন প্রাণ হারায়।

সকালের ব্যস্ত সময় শুরু হওয়ার পরপরই অঞ্চলটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠায় বাসিন্দারা আতংকগ্রস্ত হয়ে পড়ে এবং তারা দ্রুত নিরাপদ স্থানে চলে যায়।
তুলুনান শহরের মেয়র রিউয়েল লিম্বুনগান বলেন, এ ভূমিকম্পের ঘটনায় ‘সকলে দ্রুত বাইরে বেরিয়ে যায়।’ আর এটি মঙ্গলবার আঘাত হানা ভূমিকম্পের চেয়ে বেশি শক্তিশালী ছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.৮। তারা আরো জানিয়েছে, এতে সুনামির কোন হুমকি নেই।
মধ্য অক্টোবর থেকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একই এলাকায় আঘাত হানা এটি ছিল তৃতীয় ভূমিকম্পের ঘটনা।