ফুটবলের ঐতিহাসিক রেকর্ড সব রোনালদোর একার

ছবি : ইন্টারনেট

রেকর্ড যেন সবসময় তার আশেপাশে ঘুরে। যখন ইচ্ছে তখনই যেন খপ করে ধরে ফেলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার আরও একটি নতুন বিশ্ব রেকর্ডের মালিক বনে গেলেন তিনি।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে কমপক্ষে দশটি করে গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

ইতালিয়ান লিগের ম্যাচে রবিবার (১৫ ডিসেম্বর) উদিনেসের বিপক্ষে দলকে জয় এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন রোনালদো। জোড়া গোল করেন এই পর্তুগীজ যুবরাজ।

এই নিয়ে শেষ চার ম্যাচে পাঁচ গোল করলেন সিআর সেভেন। এ নিয়ে চলতি মৌসুমে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন নয়বার। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ১৯ ম্যাচে মোট গোল করেছেন ১১টি।

৩৪ বছর বয়সী তারকার রেকর্ড যাত্রার শুরুটা হয়েছিল ২০০৫-০৬ মৌসুমে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এরপর ২০০৯ সালে নাম লেখান রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বার্নাব্যুতে ৯ বছর কাটানোর পথে হয়েছেন ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। গত বছরের জুলাইয়ে নাম লেখান জুভেন্তাসে। সেখানেও গোলের ধারাবাহিকতা ধরে রেখে গড়লেন অনন্য এই কীর্তি।

আজকের বাজার/আরিফ