ফুটবল বিশ্বকাপের ৩২ দলের ডাকনাম

বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ৩২ দল। বাছাইপর্বের অগ্নিপরীক্ষা দিয়ে এ ডাকনাম পায়।

এক নজরে দেখা নেয়া যাক রাশিয়া মাতানোর অপেক্ষায় থাকা দলগুলোর ডাকনাম।

১. আর্জেন্টিনা
ডাকনাম: লা আলবিসেলেস্তে
অর্থ: দ্য স্কাই ব্লু । বাংলায় ‘আকাশী নীল’।

২. অস্ট্রেলিয়া
ডাকনাম: সকারু
অর্থ: এটি একটি মিশ্র শব্দ। অস্ট্রেলিয়া ফুটবল দলের ‘সকার’, জাতীয় প্রাণী ক্যাঙ্গারুর ‘রু’ মিলিয়ে ‘সকারু’ নামটির উদ্ভব।

৩. বেলজিয়াম
ডাকনাম : লাস ডায়াবলস রোগস (রেড ডেভিল)
অর্থ : লাল দানব!

৪. ব্রাজিল
ডাকনাম: সেলেকাও, ক্যানারিনহো।
অর্থ: ক্যানারি, এক ধরনের ছোট হলদে পাখি যারা গুণগুনাতে ভালোবাসে। ব্রাজিল আর হলুদ তো একই বৃন্তে দুটি ফুল।

৫. কলম্বিয়া
ডাকনাম: লস ক্যাফেটেরোস
অর্থ: কফি উৎপাদক। কফি উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থান কলম্বিয়ার দখলে।

৬. কোস্টারিকা
ডাকনাম: লস টিকোস
অর্থ: লালেরা! (স্প্যানিশ ভাষায় কোস্টারিকানদের গালি)।

৭. ক্রোয়েশিয়া
ডাকনাম : ভাত্রেনি।
অর্থ : রূপকথার বালক!

৮. ডেনমার্ক
ডাকনাম : ড্যানিশ ডায়নামাইট

৯. মিশর
ডাকনাম: দ্য ফারাও’স
অর্থ: মিশরের প্রাচীন সম্রাটদের উপাধি ছিল ফারাও।

১০. ইংল্যান্ড
ডাকনাম : থ্রি লায়ন্স
অর্থ: ইংলিশদের লোগোতে সাজানো রয়েছে তিনটি সিংহ। সেখান থেকেই থ্রি লায়ন্সের আবির্ভাব।

১১. ফ্রান্স
ডাকনাম: লেস ব্লুয়িসু
অর্থ: নীলেরা।

১২. জার্মানি
ডাকনাম : ডাই ম্যানশ্যাফট
অর্থ: দল

১৩. রাশিয়া
ডাকনাম: বর্নিয়া
অর্থ: বর্নিয়া শব্দের অর্থ দল, ক্ষেত্র বিশেষে নির্বাচন। মূলত, মাঠে যে দল খেলে তাকেই বর্নিয়া নামে ডাকা হয়। মোদ্দাকথায় ‘প্রতিনিধি’।

১৪. উরুগুয়ে
ডাকনাম : লা সেলেস্তে
অর্থ: দ্য স্কাই ব্লু। বাংলায় ‘আকাশী নীল’।

১৫. ইরান
ডাকনাম: টিম মিল্লি
অর্থ: এটি একটি ফারসি শব্দ। যার অর্থ ‘জাতীয় দল’।

১৬. আইসল্যান্ড
ডাকনাম : স্ট্রাকামির ওক্কার
অর্থ : আমাদের আইসল্যান্ডের ছেলেরা!

১৭. জাপান
ডাকনাম : ব্লু সামুরাই
অর্থ : ব্লু সামুরাই বলতে দেশকে রিপ্রেজেন্টকারী হিসেবেই তাদের তুলে ধরা হয়েছে।

১৮. দক্ষিণ কোরিয়া
ডাকনাম : এশিয়ান টাইগারস
অর্থ : নামেই তো যায় চেনা!

১৯. মেক্সিকো
ডাকনাম : এল ট্রিকোলার্স

২০. মরক্কো
ডাকনাম : আটলাস লায়ন্স
অর্থ : আটলাস পর্বতমালারা নামানুসারে এমন নামকরণ।

২১. নাইজেরিয়া
ডাকনাম : সুপার ঈগলস
অর্থ : নাইজেরিয় ঈগলের মতো বিচক্ষণতার দরুন এমন নামকরণ।

২২. পানামা
ডাকনাম : মারেয়া রোজা
অর্থ : ‘ভরা জোয়ার’

২৩. পর্তুগাল
ডাকনাম : সেলেকসাও দ্যে কুইনোস
অর্থ : ইউরোপের ব্রাজিল

২৪. পোল্যান্ড
ডাকনাম : বিয়ালো সিজ্রেওনি
অর্থ : পোলিশ ভাষায় যার অর্থ ‘সাদা লাল’

২৫. সেনেগাল
ডাকনাম : লায়ন্স অব তেরঙ্গা
অর্থ : সেনেগালের পতাকায় বিদ্যমান তিনটে রঙের আবহেই এই ডাকনাম

২৬. পেরু
ডাকনাম : লা ব্লাংকুইরোজা
অর্থ : স্প্যানিশ শব্দ। বাংলা করলে দাঁড়ায় সাদা লাল। পেরুভিয়ানদের জার্সির রঙ’ও লাল সাদাই।

২৭. সৌদি আরব
ডাকনাম : আল সোগুর আল আখদার
অর্থ : সবুজ বাজপাখি, মরুর সন্তান।

২৮. সুইডেন
ডাকনাম : ব্লাগল্ট
অর্থ : নীল হলুদের মুকুটধারী

২৯. সুইজারল্যান্ড
ডাকনাম : সুইজার নাটি
অর্থ : দেশটির নামের শর্টফর্ম

৩০. সার্বিয়া
ডাকনাম : প্লাভি
অর্থ : সার্বিয়ান ঈগল

৩১. স্পেন
ডাকনাম : লা ফুরিয়া রোজা
অর্থ : উত্তেজিত। স্প্যানিশ ম্যাটাডোরদের শারীরিক ভাষার সঙ্গে তুলনা করা হয়েছে।

৩২. তিউনিসিয়া
ডাকনাম : লেইস ঈগল দো কার্থেজ
অর্থ : কার্থেজের ঈগল

আজকের বাজার/আরআইএস