ফের ২৪ রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২৪ জন রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার তাদের ওপর  এই অবরোধ আরোপ করেন ট্রাম্প প্রশাসন।বিশ্বজুড়ে ক্ষতিকর কাজের অভিযোগে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে, রুশ সরকারে ঘনিষ্ঠ সাত জন ব্যবসায়ী এবং তাদের মালিকানাধীন বা তারা পরিচালনা করেন এমন ১২টি প্রতিষ্ঠান। তাছাড়াও রয়েছেন, ১৭ জন জ্যেষ্ঠ রুশ সরকারি কর্মকর্তা।

মার্কিন অর্থমন্ত্রী স্টেভেন মুচিন জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের পাশাপাশি পূর্বাঞ্চলীয় ইউক্রেনের ক্রিমিয়া ও সিরিয়া নিয়ে ক্রেমলিনের ভূমিকার জবাবেও এই অবরোধের পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে গেলো মাসে রাশিয়ার ১৯ জন ব্যক্তির ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

আজকের বাজার/আরজেড