বগুরায় পাওয়া গেল ১৯৭১ সালের স্থলমাইন ও গ্রেনেড

বগুড়ার আদমদীঘি উপজেলার একটি কবরস্থানের পাশ থেকে ছয়টি স্থলমাইন ও তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার রামপুরা গ্রাম থেকে শনিবার রাতে উদ্ধার করা গ্রেনেড ও মাইন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী ফেলে গিয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, শনিবার বিকালে গ্রামের শিশুরা কবরস্থানের পাশে খেলাধুলা করছিলো। এক পর্যায়ে তারা সেখানে মাটি খুড়তে গেলে ধাতব কিছু বস্তু পায়। শিশুরা সেগুলো নিয়ে খেলা করার সময় স্থানীয়রা বোমা সদৃশ্য বস্তুগুলো দেখে থানায় খবর দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে দুটি পুরানো কবরস্থান থেকে সেগুলো উদ্ধার করে থানা নিয়ে আসে পুলিশ।

তিনি আরও স্থলমাইনগুলোর গায়ে প্রস্তুতের সময়কাল ‘১৯৬৫ লেখা রয়েছে। তাই মুক্তিযুদ্ধের সময়ে এগুলো ফেলে রাখা হয়ে থাকতে পারে ধারণা পুলিশের।
সূত্র: ইউএনবি

আজকের বাজার/লুৎফর রহমান