বগুড়ায় যমুনা ও বাঙালি নদীর পানি কমছে

বগুড়ায় ২৪ ঘণ্টায় যমুনা ও বাঙালি নদীর পানি ৩ সেন্টিমিটার কমেছে। এতে বন্যার আশঙ্কা না থাকায় নদী পাড়ের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার (১০ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত যমুনা নদীর পানি ১৬.৬২ সেন্টিমিটার এবং বাঙালি নদীর পানি ১৪.৬৬ সেন্টিমিটার সমতায় প্রবাহিত হচ্ছে।

যমুনা নদীতে পানির বিপদসীমা ১৬.৭০ সেন্টিমিটার এবং বাঙালি নদীতে পানির বিপদসীমা ১৫.৮৫ সেন্টিমিটার।

সেই হিসেবে যমুনা নদীর পানি কমে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। কিন্তু গত ২৪ ঘণ্টা ধরে দুই নদীর কমতে শুরু করেছে।

নদী পাড়ের মানুষের দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারি প্রকৌশলী হারনর রশিদ বলেন, ধুনট উপজেলায় যমুনা ও বাঙালি নদীর পানি কমতে শুরু করেছে। আপাতত পানি বৃদ্ধি হওয়ার কোনো আশঙ্কা নেই।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে কোনো ধরনের সমস্যা নেই বলেও জানান তিনি।

আজকের বাজার/একেএ