বঙ্গবন্ধুর প্রতি অস্ট্রেলিয়ার হাই কমিশনারের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রথম দিন অস্ট্রেলীয় হাইকমিশনার জুলিয়া নিবলেট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অস্ট্রেলীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানিয়ে বলা হয়, নিবলেটের স্বামী ডা. পিটার শ্যাননও এ সময় উপস্থিত ছিলেন।

তারা বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া সফর করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন কালে নিবলেট স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বের কথা স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নিবলেট বলেন,‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে এক বিশাল ব্যক্তিত্ব। তার জন্মশতবর্ষে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তার বলিষ্ঠ ভূমিকা এবং সোনার বাংলা গড়ার সূদূরপ্রসারী স্বপ্নের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান