বঙ্গবন্ধু কন্যা স্বপ্ন দেখালে পূরণ করেন: পলক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখালে তা পূরণ করতে পারেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

৫ অক্টোবর বৃহস্পতিবার যশোরে নবনির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ উপলক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৩৫টি প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবন-বৃত্তান্ত সংগ্রহ করছে। পাশাপাশি দেয়া হচ্ছে চাকরি বাজারে নিজেকে উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরামর্শ।

পলক তাঁর বক্তব্যে বলেন,শেখ হাসিনা ক্ষমতায় গেলে দেশের মানুষ কিছু পায়। তার প্রমাণ যশোরের এই সফটওয়্যার টেকনোলজি পার্ক। তিনি এই পার্কের স্বপ্ন দেখিয়েছিলেন যশোরবাসীকে। তিনি তা বাস্তবায়নও করেছেন।

তরুণদের উদ্দেশ্যে করে প্রতিমন্ত্রী পলক বলেন,আজকে আপনারা যারা চাকরিপ্রার্থী হিসেবে এখানে এসেছেন তারা সবাই চাকরি না পেলেও হতাশ হবেন না। নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুললে চাকরি আপনাদের হবেই। দেশের সব তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।

প্রতিমন্ত্রী বলেন,তথ্য প্রযুক্তিতে সারা বিশ্বে এখন প্রচুর কর্মসংস্থানের সৃ্ষ্টি হয়েছে। পিছিয়ে নেই বাংলাদেশও । তথ্যপ্রযুক্তি খাতের চাকরির বাজার বেড়েই চলেছে।

যশোরবাসীকে উদ্দেশ্যে করে পলক বলেন,আপনাদের জন্য আরও একটি সুখবর। জানুয়ারিতেই এখানেই আরও একটি চাকরি মেলার আয়োজন করা হবে। যেখানে আরও নতুন নতুন প্রতিষ্ঠান যুক্ত হবে। নতুন কর্মসংস্থানের সুযোগ হবে।

বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ও সচিব হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজি নাবিল আহমেদ, জেলা প্রশাষক মো. আশরাফ উদ্দিন, জেলা পুলিশ সুপার, আনিসুর রহামন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচায আনোয়ার হোসাইন এবং বেসিস সভাপতি মোস্তাফা জব্বারসহ তথ্য প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজকের বাজার:এলকে/এলকে ৫ অক্টোবর ২০১৭