‘বন্দুকযুদ্ধে’ চট্টগ্রামের শিশু ধর্ষণ মামলার আসামি নিহত

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল হাকিম মিন্টু (৩০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত মিন্টু শেখেরখীল ইউনিয়নের টেকপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।

মঙ্গলবার ভোরে বাঁশখালী উপজেলার পেকুয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যাক্তি শিশু ধর্ষণ মামলার আসামি ছিলো।

গত ১৮ এপ্রিল টেকপাড়া গ্রামের ১০ বছরের এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণ করে বন্দুকযু্দ্ধে নিহত ওই আসামী। এ ঘটনায় ২১ এপ্রিল ওই শিশুর বাবা মিন্টুকে আসামি করে বাঁশখালী থানায় একটি মামলা করেন।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আশেকুর রহমান জানান, বাঁশখালী-পেকুয়া সীমান্তে মিন্টুর অবস্থানের খবর পেয়ে ভোরে তারা অভিযানে যান। এ সময় তাদের উদ্দেশে গুলি ছোড়া সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর সেখানে পড়ে থাকা গুলিবিদ্ধ এক যুবকের অচেতন দেহ পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই যুবকের পকেটে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় নিশ্চিত হয় র‌্যাব।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা ও একটি শুটার গান উদ্ধার করা হয়।

আজকের বাজার/ এমএইচ