বরগুনার ৩ ইউনিয়নে নির্বাচনী তফসিল ঘোষণা

জেলার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন ও পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ও কালমেঘা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের বরাত দিয়ে বরগুনা জেল নির্বাচন অফিস তফসিলের বিষয়টি নিশ্চিত করলে রোববার বিকেলে আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রার্থী ও সমর্থকরা মিষ্টি বিতরণ করেছেন।
আমতলী উপজেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, উচ্চ আদালতে মামলা চলমান থাকায় ও তার পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা জারি থাকায় মেয়াদ শেষ হওয়ার তিন বছর পেরিয়ে গেলে এ ইউপিতে নির্বাচন বন্ধ ছিলো।
জেলা নির্বাচন অফিস আরও জানিয়েছে, আগামী ৩০ জুন মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে, ২ জুলাই মনোনয়ন পত্র বাছাই ও ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ জুলাই ভোট গ্রহণ হবে।