বরগুনায় দুর্ঘটনায় তিন নৌ সদস্য নিহত

বরগুনার আমতলীর বান্দ্রায় সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মো. ফুয়াদ হোসাইন (২৩), এম এ সাদেক (৩০) ও এনামুল হক (৩০)। তারা সবাই নৌবাহিনীর নাবিক।

আমতলী থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, কলাপাড়া সড়কের বান্দ্রা মোড়ে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

তারা প্রেষণে পটুয়াখালী কোস্টগার্ডে দায়িত্ব পালন করছিলেন বলে আমতলী থানার এসআই আবদুল খালেক জানান।

তিনি বলেন, ওই তিনজন মোটরসাইকেলে করে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা পটুয়াখালীগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ফুয়াদ ও সাদেকের মৃত্যু হয়।

স্থানীয়রা এনামুলকে উদ্ধার করে পাশের জেলা পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান আমতলীর ওসি।

পটুয়াখালী কোস্টগার্ডের পেটি অফিসার মিজানুর রহমান জানান, ছুটির দিনে ফুয়াদের মোটর সাইকেলে চড়ে বেড়াতে কুয়াকাটার দিকে যাচ্ছিলেন ওই তিনজন। পথে তারা বাসচাপা পড়েন।

আমতলী থানার ওসি শহিদ জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।  লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাজার: ডিএইচ/২১.৪.২০১৭