বরগুনায় প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

বরগুনার বামনা উপজেলার খোলপটুয়াগামী সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত ৪ বছর ধরে বিভিন্ন স্থানে খানাখন্দে সড়কটি যানবাহন ও পথচারী চলাচলে অযোগ্য হয়ে পড়েছে।

রোববার (২২ জুলাই) সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে বামনা প্রেসক্লাব ও উপজেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, বামনা সারওয়ারজান পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন জমাদ্দার, বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ সভাপতি আখতারুজ্জামান সিপার, ছাত্রলীগ সভাপতি মোর্শেদ শাহরিয়া গোলদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, প্রায় ৪ বছর ধরে সোনালী ব্যাংক, আশা ব্যাংক, ব্র্যাক, সংগ্রাম, বামনা ডিগ্রি কলেজ, পূর্বসফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানগামী এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে।

যানবাহন ও পথচারী চলাচলে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান এলাকাবাসী।

আজকের বাজার/একেএ