বল খুঁজতে গিয়ে ছাদে মিলল বাক্সবন্দি কঙ্কাল

ভারতের দিল্লিতে একদল শিশু ক্রিকেট খেলছিল রাস্তায়। এক ছক্কাতেই বল গিয়ে পড়ল পাশের বাড়ির ছাদে। সেখানে বল খুঁজতে গিয়ে বলের বদলে মিলল এক নবজাতকের বাক্সবন্দি কঙ্কাল লাশ!

ধারণা করা হচ্ছে, কঙ্কালটি বছর দেড়েক আগের অপহৃত এক শিশুর। নাম মহম্মদ জইদ। জামা কাপড় দেখে নিহত জইদের বাবার দাবি, কঙ্কালটি তাঁর অপহৃত সন্তানের।

সোমবার (৪ জুন) সকালে যে বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে, তা জইদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। স্থানীয়দের মুখ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জইদের বাবা দেখেন, শিশুর কঙ্কালে যে পোশাক রয়েছে, সেটা তাঁর ছেলের।

কিন্তু বাড়ির ছাদে এতদিন ধরে মৃতদেহ পড়ে থাকার পরেও কেউ বুঝতে পারল না কেন? নাকি সব জেনেও চেপে যাওয়ার চেষ্টা হয়েছিল? এমনই সব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয়েছে তদন্ত।

২০১৬ সালের ১ ডিসেম্বর মহম্মদ জইদ যখন নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়। সে সময় তাঁর বয়স ছিল মাত্র চার। দিন কয়েক বাদেই জাইদের বাবাকে ফোন করে বলা হয়েছিল। ছেলেকে ফিরে পেতে হলে আট লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। কিন্তু তারপরেও জইদের সন্ধান মেলেনি।

আজকের বাজার/আরআইএস