বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান সিরাজুল হত্যা, ৩০ জনকে আসামি করে মামলা

নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক হত্যার ঘটনায় নিহতের ছেলে আশরাফুল হক বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ্য করে রায়পুরা থানায় মামলা দায়ের করেছেন ।

শুক্রবার (৪ মে) রাতে নিহতের ছেলে আশরাফুল এ মামলা দায়ের করেন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে রায়পুরা উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে বাশঁগাড়ির আড়াকান্দা এলাকায় দুর্বৃত্তরা সিরাজুল হকের গতিরোধ করে গুলি করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। সিরাজুল বাঁশগাড়ী ইউপির একবারের মেম্বার ও টানা ৬ বারের চেয়ারম্যান ছিলেন।

ওসি দেলোয়ার হোসেন জানান, মামলার আসামিরা অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে এরইমধ্যে দুই জনকে আটক করা হয়েছে।

আজকের বাজার/আর আই এস