বাংলাদেশি অভিবাসীদের ‘উইপোকা’ আখ্যা বিজেপি সভাপতির

বাংলাদেশি অভিবাসীদেরকে উইপোকার (টারমাইটস) সঙ্গে তুলনা করেছেন ভারতে ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ। একই সময়ে তিনি ভোটার তালিকা থেকে তাদের প্রত্যেকের নাম বাদ দেয়ারও ঘোষণা দিয়েছেন।

রাজস্থান রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার সওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরে এক জনসভায় তিনি এ কথা বলেন।

অমিত শাহ আসামে জাতীয় নাগরিক তালিকা প্রকাশ এবং প্রায় ৪০ লাখ অবৈধ অভিবাসী চিহ্নিত করার ঘটনায় বিজেপি সরকারকে কৃতিত্ব দিয়ে বলেন, এখন সরকার প্রত্যেক অনুপ্রবেশকারীকে বের করে দেবে।

নেতা ও নীতি না থাকা কংগ্রেস দেশের কোনো সাহায্য করতে পারেনি দাবি করে তিনি বলেন, গত চার বছরে বিজেপি কী অর্জন করেছে তা জিজ্ঞাসা করার আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে তার চার প্রজন্ম দেশের জন্য কী করেছে সেই বিবরণ দেয়া উচিত।

অমিত শাহ দাবি করেন, বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকার সমৃদ্ধির দ্বার খুলে দেয়ার আগে রাজস্থান এক ‘রুগ্ন রাজ্য’ ছিল। তথ্য-ইউএনবি।

আজকের বাজার/এমএইচ