বাংলাদেশের বিপক্ষে ম্যাচ কঠিন ও চ্যালেঞ্জিং : ম্যাথিউস

শুক্রবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে পরাজিত হওয়া শ্রীলঙ্কার সামনে জয়ের বিকল্প নেই। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস মনে করছেন বাংলাদেশকে হারানোটা মোটেও সহজ কাজ হবে না।

জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পরবর্তী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন ম্যাথিউস। ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী দল বলে মনে করেন তিনি। তিনি বলেন, “ঘরের মাঠে গত দুই বছর ওরা বিশ্বের সেরা সব দলকেই হারিয়েছে। এটা আমাদের জন্য কঠিন এবং চ্যালেঞ্জিং হবে”।

জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের হতাশা গ্রাস করেছে ম্যাথিউসকে। গত বছর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে লঙ্কানদের ৩-২ ব্যবধানে হারিয়েছিল জিম্বাবুয়ে। সেই সিরিজের ফলাফলের প্রতিফলন যেন ঘটলো ত্রিদেশীয় টুর্নামেন্টে। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের কাছে গিয়েও জয় পাওয়া হয়নি শ্রীলঙ্কার। ম্যাচের ফলাফলে হতাশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “আমরা জয়ের কাছে চলে গিয়েছিলাম। আমাদের আস্কিং রান রেটও কম ছিল। তবে থিসারা ও আকিলা যদি শেষ পর্যন্ত থাকতে পারতো তাহলে হয়তো জিততাম।”

আজকের বাজার: সালি / ১৮ জানুয়ারি ২০১৮