বাংলাদেশের মেয়েদের কাছে ভারত ধরশায়ী

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালের টিকিট হাতে পায় লাল-সবুজের পতাকাবাহীরা। আগামী রোববার শিরোপা লড়াইয়ে ফের মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

আজ ম্যাচের ৩২তম মিনিটে বদলি ফুটবলার আনুচিং মোগিনি বাংলাদেশকে লিড এনে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার শামসুন্নাহার। ম্যাচের ৫৩তম মিনিটে আনাই মোগিনির পাস থেকে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন মনিকা।

নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গ্রুপ পর্বে এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে আর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

আজকের বাজার: এলকে/ ২১ ডিসেম্বর ২০১৭